You are using an outdated browser. For a faster, safer browsing experience, upgrade for free today.

আহছানিয়া মিশন মেডিকেল কলেজে ভর্তির সময় যে সমস্ত সনদপত্রাদি, কাগজপত্রাদি ও পে-অর্ডার/ডিডি (ডিডি হলে ডাচ্‌ বাংলা ব্যাংক লিঃ) জমা দিতে হবে :


  1. Ahsania Mission Medical College শিরোনামে সর্বমোট ২১,২৪,০০০/- (একুশ লক্ষ চব্বিশ হাজার) টাকা (১৯,৪৪,০০০/- (উনিশ লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা ভর্তি ফি এবং ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা ইন্টার্ণশিপ ফি ।
  2. এসএসসি এবং এইচএসসি এর মূল সনদপত্র অথবা মূল প্রশংসাপত্র ।.
  3. এসএসসি এবং এইচএসসি মূল নম্বরপত্র।
  4. NID / নিবন্ধনের এর ফটোকপি।
  5. নাগরিকত্ব সনদ পত্রের মূল কপি।
  6. এসএসসি এবং এইচএসসি এর সনদপত্র/প্রশংসাপত্র এবং নম্বরপত্রের ফটোকপি।
  7. সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন ছবি, অনলাইনে আবেদন ফরমে প্রদত্ত অনুরূপ ফটো হতে হবে।
  8. ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং রেজাল্টের কপি।
  9. মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ফলাফলের কপি।
  10. Online Application এর Student Copy
  11. O এবং A লেভেল এর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর হতে equivalent নম্বরপত্রের মূলকপি এবং ফটোকপি ।পি।
  12. স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত ছাত্র-ছাত্রীদের রেজাল্ট শীট
  13. মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পরিচয়পত্র এবং সরকার কর্তৃক জারীকৃত বিধি বিধান অনুযায়ী প্রমানক পত্রের মূলকপি ও ফটোকপি ।

বিশেষ দ্রষ্টব্য : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর ২০/০৭/২০২৩-ইং এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম আগামী ২৬/০৭/২০২৩ইং তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।